ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল চার কোম্পানি

২০২৫ অক্টোবর ১৫ ১১:৩৪:১৯
ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি—রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ইউনিক হোটেল এবং আনোয়ার গ্যালভেনাইজিং বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রংপুর ফাউন্ড্রির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টায়। এই সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এএমসিএল (প্রাণ)-এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর বিকেল ৩টায়। সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউনিক হোটেলের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর বিকেল ৩টায়। এই সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

আর আনোয়ার গ্যালভেনাইজিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর বিকেল ৩টায়। এই সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সাথে, সভায় কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে