ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

স্বর্ণের দাম গড়েছে নতুন রেকর্ড

২০২৫ অক্টোবর ১৫ ১৭:২২:৪৩
স্বর্ণের দাম গড়েছে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: মার্কিন সুদের হার কমার সম্ভাবনা ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম গড়েছে নতুন রেকর্ড। ইতিহাসে প্রথমবারের মতো স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২১৭ দশমিক ৯৫ ডলার ছুঁয়েছে, যা পরে কিছুটা কমে দাঁড়ায় ৪ হাজার ২০৯ দশমিক ৪৯ ডলারে। একইভাবে, ডিসেম্বরে ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচারের মূল্য বেড়ে ৪ হাজার ২২৭ দশমিক ৬০ ডলারে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

বিশ্বের নানা প্রান্তে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা, মার্কিন ফেডের বিভ্রান্তিকর নীতিমালা, চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা এবং ডি-ডলারাইজেশন প্রবণতা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। কিছু বিশ্লেষক যেমন অ্যাক্টিভট্রেডস-এর রিকার্ডো ইভাঞ্জেলিস্টা ধারণা করছেন, মধ্যমেয়াদে স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছানোও অসম্ভব নয়।

এ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের স্বর্ণবাজারেও। গত ১৪ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একইসঙ্গে ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকায় এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৭ হাজার ১ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায়।

বিশ্ববাজারে দাম বাড়ার পাশাপাশি সরবরাহ সংকট ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় খোঁজার প্রবণতা বাংলাদেশেও নতুন দামের রেকর্ড সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

এদিকে শুধু স্বর্ণ নয়, রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে। রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৫২ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে, যা রেকর্ড সর্বোচ্চ ৫৩ দশমিক ৬০ ডলারে পৌঁছেছিল। একইসঙ্গে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ এবং ১ হাজার ৫৫০ ডলারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে