ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

৩টি কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

২০২৫ অক্টোবর ১৪ ১০:৫১:৪৫
৩টি কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি ভারতের তিনটি কফ সিরাপের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছে। শিশুদের জন্য তৈরি এই ওষুধগুলোতে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক উপাদান থাকার খবর পাওয়া গেছে।

ডব্লিউএইচও জানায়, ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের ‘কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের ‘রেসপিফরেশ টিআর’ এবং শেপ ফার্মার ‘রিলাইফ’ নামক সিরাপগুলোতে ‘ডায়াথিলিন গ্লাইকোল’ নামের রাসায়নিক উপাদানের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। যদিও শিশুর ওষুধে এই রাসায়নিকের একটি নির্দিষ্ট পরিমাণ গ্রহণযোগ্য, অতিরিক্ত মাত্রায় এটি মারাত্মক বিষাক্ত হতে পারে এবং শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

গত আগস্ট মাসে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের ‘কোল্ডরিফ’ সিরাপ খেয়ে ১৭ শিশু মৃত্যুবরণ করে। এর আগে ২০২৩ সালে ভারতের আরেক কোম্পানির কফ সিরাপের কারণে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর মৃত্যু ঘটে।

এই ঘটনায় বিশ্বজুড়ে ভারতীয় ওষুধের গুণগত মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে শিশুদের ব্যবহারের জন্য তৈরি ওষুধ নিয়ে।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) সতর্কবার্তাটি গ্রহণ করেছে এবং ওষুধের মান নিয়ন্ত্রণ কঠোর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংশ্লিষ্ট সিরাপগুলো যেন বাজারে বিক্রি না হয় এবং শিশুদের ব্যবহারের জন্য নিষিদ্ধ থাকে, সে ব্যাপারে বিভিন্ন দেশকে সতর্ক করেছে।

এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় ওষুধ শিল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে ২০২২ সালের গাম্বিয়ায় ভারতীয় সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে