ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

২০২৫ অক্টোবর ১৪ ১১:৫৬:৩৬
জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের পেশোয়ারে রিং রোড দিয়ে চলার সময় একটি রিকশায় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়ে দেশটির মঞ্চ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনিবা শাহকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (১২ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, মাচনি গেট পুলিশ স্টেশনের সীমানার মধ্যে ঘটেছে এই হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ধারণা করছে, হামলাকারীরা রিকশায় থাকা মুনিবা শাহকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ কারণে অভিনেত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, দুর্বৃত্তদের গুলিতে মুনিবা শাহকে বহনকারী রিকশার চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

মুনিবা শাহকে গুলি করার পরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আইন প্রয়োগকারী সংস্থা ফরেনসিক প্রমাণ সংগ্রহ শুরু করেছে এবং ঘটনায় দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে