ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

“একই দিনে নির্বাচন ও গণভোট হলে আম-ছালা দুটোই যাবে”

২০২৫ অক্টোবর ১৩ ১৭:২৪:৪১
“একই দিনে নির্বাচন ও গণভোট হলে আম-ছালা দুটোই যাবে”

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে সংখ্যাতাত্ত্বিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা দিনে আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন,“একই দিনে নির্বাচন ও গণভোট হলে ঝামেলা হলে আম-ছালা দুটোই যাবে।”

তিনি বলেন, একসাথে নির্বাচন ও গণভোট হলে তিনটি বড় সমস্যা হতে পারে:রাজনৈতিক দলগুলো শুধু প্রতীকভিত্তিক বিজয়ে মনোযোগ দেবে, গণভোট উপেক্ষিত হবে।যদি কোনো কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়, গণভোটও বাধাগ্রস্ত হবে।

দুটি ভিন্ন প্রকৃতির প্রক্রিয়া—জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি বেছে নেওয়ার জন্য, আর গণভোট একটি সংস্কারমূলক উদ্যোগ—তাদের একসাথে করা উচিত নয়।

তাহের আরও জানান, নির্বাচন কমিশন বলেছে—সরকার সিদ্ধান্ত নিলে তারা প্রস্তুত রয়েছে।

বৈঠকে সংখ্যানুপাতিক (PR) এবং প্রথাগত (Traditional) উভয় নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

তাহের বলেন,“৫৪ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, ট্র্যাডিশনাল পদ্ধতি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ। পিআর পদ্ধতি চালু হলে কেন্দ্র দখল, রাতের ভোট—এসব অনেকটাই কমে আসবে।”

তিনি প্রস্তাব করেন, উভয় পদ্ধতির সমন্বয়ে একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করা হোক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে