ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

নতুন নির্বাচনী পদ্ধতির দাবি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

২০২৫ অক্টোবর ১৩ ১২:৫১:২৩
নতুন নির্বাচনী পদ্ধতির দাবি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : সংখ্যানুপাতিক (Proportional Representation – PR) নির্বাচনী পদ্ধতির বিষয়ে তাড়াহুড়ো না করে আগামী সংসদের ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, "হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি এনে আন্দোলন গড়ে তোলার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান, তাদের জন্য বিভ্রান্তিকর। আগামী সংসদই নির্ধারণ করবে ভবিষ্যতে কোন পদ্ধতিতে নির্বাচন হবে।"

তিনি আরও বলেন, "জনগণ আবারও প্রমাণ করবে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, যদিও সেটি ব্যাহত করতে নানা অপচেষ্টা চলছে।"

সংসদ কাঠামো প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা উচ্চকক্ষের পক্ষে। তবে নিম্নকক্ষের ধারণা বাস্তবসম্মত নয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে