ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

গুলতেকিনের পর শাওনের পোস্ট ভাইরাল

২০২৫ অক্টোবর ০৫ ১২:২১:২০
গুলতেকিনের পর শাওনের পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : গুলতেকিন খানের ফেসবুক পোস্ট নিয়ে হুমায়ূন আহমেদের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন এবার তার আরেক স্ত্রী মেহের আফরোজ শাওনও ফেসবুকে পোস্ট করলেন প্রয়াত কথাসাহিত্যিককে নিয়ে।

রোববার (৫ অক্টোবর) নিজের ফেসবুকে শাওন তুলে ধরেন হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ থেকে একটি হৃদয়স্পর্শী অংশ। নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসার সময় লেখা বইটির অংশে উঠে এসেছে মানসিক অসুস্থ ও বিকৃত মানসিকতার মানুষের নির্মমতা, বিদ্রুপ আর ঘৃণার কথা।

শাওন জানান, কীভাবে হুমায়ূন আহমেদের অসুস্থতার সময় ফেসবুকে কেউ লিখেছিল—“তোমার স্বামীকে ক্যানসার দিয়ে আল্লাহ তোমাকে শিক্ষা দিলেন।” এমনকি তাঁদের মেয়ে লীলাবতীর মৃত্যুর সময়ও নানান বিদ্রুপাত্মক বার্তা এসেছিল।

হুমায়ূন সেই সময় শাওনকে সান্ত্বনা দিয়ে বলেন, পৃথিবীতে মানসিক অসুস্থ মানুষ আছে, কিন্তু আমাদের উচিত সুস্থ ও ইতিবাচক মানুষদের কথা ভাবা। তিনি শাওনকে বলেন, “তুমি হাসো।” আর শাওন বলেন, “হাসতে পারব না,” বলেও হাসেন।

বইটির আরেক অংশে হুমায়ূন লেখেন, কিভাবে এক ২৩-২৪ বছরের যুবক তাঁর সঙ্গে দেখা করে সরাসরি বলে, “আপনার লেখা আমার জঘন্য লাগে” এবং পরে ইংরেজিতে বলে, “I want you to die soon” (আমি চাই আপনি শিগগিরই মারা যান)। উত্তরে হুমায়ূন শান্তভাবে বলেন, “I hope and pray you have a long and meaningful life” (আমি আশা করি এবং প্রার্থনা করি আপনার জীবন দীর্ঘ ও অর্থবহ হোক)।

শাওনের পোস্টটি ভাইরাল হয়েছে এবং নতুন করে হুমায়ূন আহমেদের জীবনের অজানা কষ্ট ও সহনশীলতার দিকটি সামনে এনেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে