ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন আত্মীয়রা

২০২৫ অক্টোবর ০৫ ১০:৫৯:৪৬
আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন আত্মীয়রা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাতে থাকা অবস্থায় স্বজনরা ছিনিয়ে নিয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে। রিজ্জাকুল ইসলাম রাজু বদর উদ্দিন বদরের ছেলে, তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় আনার সময় বিক্ষুব্ধ স্থানীয় নারী-পুরুষরা পুলিশকে ধাওয়া দিয়ে হামলা চালিয়ে রিজ্জাকুলকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, রিজ্জাকুলের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্যসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার ও উদ্ধার করার জন্য অভিযান শুরু করেছে, তবে এখনো রিজ্জাকুল পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে