ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসরায়েলকে সেনা সরাতে রাজি করালেন ট্রাম্প

২০২৫ অক্টোবর ০৫ ০৮:৫২:৪৭
ইসরায়েলকে সেনা সরাতে রাজি করালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরায়েল, তবে শর্ত সাপেক্ষে—এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের প্ল্যাটফর্ম "ট্রুথ সোশ্যালে" পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, হামাস যদি যুদ্ধবিরতিতে সম্মতি দেয়, তাহলে জিম্মি ও বন্দি বিনিময়ের মাধ্যমে প্রথম ধাপে সেনা প্রত্যাহার শুরু হবে।

গত সোমবার হোয়াইট হাউসের প্রকাশিত একটি মানচিত্রভিত্তিক পরিকল্পনায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য সীমারেখা চিহ্নিত করা হয়।

অন্যদিকে, আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামাস ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে তারা রাজি। তবে তারা নিজেদের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে স্পষ্ট কিছু বলেনি।

ট্রাম্প পরে ইসরায়েলকে গাজায় হামলা না চালানোর পরামর্শ দিলেও, তা উপেক্ষা করে ইসরায়েল তীব্র বোমা হামলা চালায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে