ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

যে কারণে গুলশান থেকে গ্রেপ্তার ব্যারিস্টার হাবিব

২০২৫ অক্টোবর ০৫ ০৮:৪১:৩৩
যে কারণে গুলশান থেকে গ্রেপ্তার ব্যারিস্টার হাবিব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সহায়তা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাহারপাড় গ্রামের বাসিন্দা। তার বাবা এম এ সাত্তার ভূঁইয়া ছিলেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ১৯৯৬ সালে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে