ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পর্দায় নয় বাস্তবে হিরো আলমের ‘অবস্থা আশঙ্কাজনক’

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১০:৫৩:১৭
পর্দায় নয় বাস্তবে হিরো আলমের ‘অবস্থা আশঙ্কাজনক’

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম রাজধানীর আফতাবনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল যুবক হিরো আলমকে ঘিরে ধরে অতর্কিতভাবে হামলা চালায়।তারা এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হিরো আলমের স্ত্রী রিয়া মনি গণমাধ্যমকে জানান,“হামলার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। ডাক্তাররা জানিয়েছেন, দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাই আমরা তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেছি। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানানো হয়:“আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন,“আমরা বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছি। ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনো নিশ্চিত কোনো তথ্য পাইনি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে