ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইউনূস-ট্রাম্প ইস্যুতে আ'লীগের ভুয়া দাবিতে দক্ষিণ কোরিয়ার জবাব 

২০২৫ সেপ্টেম্বর ৩০ ০৮:৫৭:৫৮
ইউনূস-ট্রাম্প ইস্যুতে আ'লীগের ভুয়া দাবিতে দক্ষিণ কোরিয়ার জবাব 

নিজস্ব প্রতিবেদক : দেশে চলমান রাজনৈতিক টানাপড়েনের পটভূমিতে ৫ আগস্ট একটি বড় ধরনের প্রতিবাদ হয়। সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন রক্ষার্থে ভারত পালিয়ে যেতে বাধ্য হন।

এরপর রাজনীতিতে দৃশ্যপট পরিবর্তিত হয়। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস দেশের রাজনীতিতে "চালকের আসনে" বসেন । একই সময় যুক্তরাষ্ট্রের ভূমিকাও পরিবর্তন হয়— যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশ ইস্যুতে পেছনে সরে যায় বা 'দৃশ্যপট থেকে বিদায় নেয়'।

এই প্রেক্ষাপটে কিছু আওয়ামী লীগপন্থী ব্যক্তি দাবি করতে থাকেন যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড. ইউনুসকে "ধ্বংস" করবেন। তবে, এসব গুঞ্জনের জবাবে ড. ইউনুস পরিষ্কারভাবে জানান, তাঁর ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যার সূত্র “Chief Adviser GOB” নামের একটি অ্যাকাউন্ট। ২৭ সেপ্টেম্বর ভোর ৪:৪১ মিনিটে করা ওই পোস্টে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প নিউইয়র্কে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে ড. ইউনুস এবং তাঁর মেয়ে দিনা ইউনুসের সঙ্গে ছবি তুলেছেন।

ছবিতে ট্রাম্প ও মেলানিয়ার মুখাবয়বে ড. ইউনুসের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতার প্রকাশ ছিল চোখে পড়ার মতো। এই চিত্র অনেক আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ক্ষোভ থেকেই কিছু আওয়ামী লীগপন্থী ব্যক্তি ছবিটিকে "নকল" বা "ফটোশপ করা" বলে দাবি করতে থাকেন। তাদের ভাষ্য মতে, "ইউনুস গং" এই ছবি তৈরি করে সাধারণ জনগণকে প্রতারণা করার চেষ্টা করছে।

তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কার্যালয় কোনো মন্তব্য করেনি এবং সম্পূর্ণ নীরবতা পালন করেছে।

দক্ষিণ কোরিয়ার দৈনিক “THE CHOSUN Daily”-এর একটি রিপোর্ট, যার শিরোনাম ছিল—“ট্রাম্প নিউইয়র্কে ১৪৫ জন নেতাকে স্বাগত জানান; প্রেসিডেন্ট লি অনুপস্থিত” (প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫)।

শান্তিতে নোবেলজয়ী ও বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস নিউইয়র্কের ওই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং তাঁকে "সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের" আমন্ত্রণ জানান।

তথ্য অনুযায়ী, ওই অভ্যর্থনায় বিশ্বের ১৪৫ জন রাষ্ট্রনেতা আমন্ত্রিত ছিলেন, তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং সেখানে উপস্থিত ছিলেন না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে