ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মিশা সওদাগর আর নেই!—ছড়িয়ে পড়ল ভিডিও

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৬:১৮:৩২
মিশা সওদাগর আর নেই!—ছড়িয়ে পড়ল ভিডিও

নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরকে নিয়ে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়েছে—তিনি আর নেই। দ্রুত সেই ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগে পড়ে যান অসংখ্য ভক্ত-অনুরাগী।

মিশা সওদাগর নিজেই এ বিষয়ে জানিয়েছেন—“আমি সুস্থ ও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ধরনের গুজবে আমি খুবই বিব্রত। মাত্র দুই দিন আগে আমেরিকা থেকে দেশে ফিরেছি। বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যেই এমন খবর ছড়িয়ে পড়েছে।”

তিনি আরও বলেন—“সকলকে অনুরোধ করছি, এমন গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেনও না। যারা আমাকে ভালোবাসেন, তারা আমার জন্য দোয়া করুন।”

এর আগেও একাধিকবার এই গুণী অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল। প্রতিবারই তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এমন খবরে তার পরিবার, ভক্ত এবং সহকর্মীরা অকারণে উদ্বিগ্ন হন।

বর্তমানে মিশা সওদাগর ঢাকায় অবস্থান করছেন এবং নতুন একটি সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। শিল্পী সমিতির বর্তমান সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।

মিথ্যা ও ভিত্তিহীন তথ্য শেয়ার না করতে গণমাধ্যম এবং সাধারণ ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মিশা সওদাগর। এসব গুজব শুধু ব্যক্তির পরিবার নয়, পুরো ইন্ডাস্ট্রিকেই অস্থির করে তোলে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে