ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ট্রাম্পকে যে বিরল সম্পদ দেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১০:০৫:৪৪
ট্রাম্পকে যে বিরল সম্পদ দেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক স্বার্থ, কৌশলগত সহযোগিতা এবং খনিজ সম্পদ নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবং মার্কিন স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং এর ক্ষেত্রে তারা বিলম্ব করতে চায় না।

পাকিস্তানের খনিজ সম্পদ উপস্থাপন

হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে সেনাপ্রধান আসিম মুনির একটি খোলা কাঠের বাক্সে রাখা বিরল খনিজ পদার্থ ট্রাম্পের সামনে তুলে ধরেন। ছবিতে দেখা যায়, মুনির সেই বাক্সের দিকে ইঙ্গিত করছেন এবং ট্রাম্প তাঁর পাশে দাঁড়িয়ে আছেন, দৃশ্যত আগ্রহ নিয়ে খনিজগুলো দেখছেন। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, এগুলো দেশের দুর্লভ খনিজ সম্পদের একটি ছোট নমুনা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ চুক্তি ও শুল্ক হ্রাস

প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন পাকিস্তানি পণ্যের ওপর মাত্র ১৯% শুল্ক আরোপ করে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। তুলনায়, ভারতের পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করা হয়েছে।

পাকিস্তানের খনি খাত সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সক্রিয়তা দেখিয়েছে। চলতি মাসে পাকিস্তানের বৃহত্তম খনি কোম্পানি ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশন (FWO) যুক্তরাষ্ট্রের মিসৌরি-ভিত্তিক US Strategic Metals এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় পাকিস্তানে একটি পলিমেটালিক রিফাইনারি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া, পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিকস কর্পোরেশন (NLC) এবং পর্তুগালের প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান মোটা-এঞ্জিল গ্রুপ (Mota-Engil)-এর মধ্যে দ্বিতীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শেহবাজের মন্তব্য: ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইউএস স্ট্র্যাটেজিক মেটালস ও মোটা-এঞ্জিল গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে তামা, সোনা, বিরল মৃত্তিকা এবং অন্যান্য খনিজ সম্পদের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

শেহবাজ শরিফ বলেন,“পাকিস্তানে ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে। এই খাত বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বিদেশি ঋণের চাপও কমাতে সহায়তা করবে।”

বেলুচিস্তান: সম্পদে ভরপুর, তবে অস্থির

পাকিস্তানের অধিকাংশ খনিজ সম্পদ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। তবে অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে আক্রান্ত, যারা বিদেশি ও পাকিস্তানি কোম্পানির মাধ্যমে সম্পদ উত্তোলনের বিরোধিতা করে আসছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে