ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কক্সবাজারে ব্যতিক্রমী বার্তা দিলেন গভর্নর

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৫:৫৬:১৫
কক্সবাজারে ব্যতিক্রমী বার্তা দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরের সক্রিয় ভূমিকা সময়ের দাবি।”

তিনি আজ বৃহস্পতিবার কক্সবাজারে ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গভর্নরের বক্তব্য,“দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের জ্ঞান এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব।”

এই কর্মশালার আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহীর। তিনি বলেন,“উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ইউসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তাদের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন,কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান

প্রশিক্ষণে অংশ নেন প্রায় ৩০০ জন কৃষি উদ্যোক্তা। তারা আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।প্রশিক্ষণ শেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়, যা তাদের উদ্যোক্তা যাত্রায় সহায়ক হবে।

কৃষি খাতের উন্নয়নে উদ্যোক্তা তৈরি ও ব্যাংকিং সহায়তা নিশ্চিত করতে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে