ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

লন্ডনে উপদেষ্টার নিরাপত্তা নিয়ে ধোঁয়াশা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৩:০২:১৬
লন্ডনে উপদেষ্টার নিরাপত্তা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয়, বরং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে—এমনটি জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ঘটনাটি ঘটে লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (SOAS)-এর সামনে, যেখানে বাংলাদেশে জুলাই মাসের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে হাইকমিশনের সহায়তায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

ঘটনার সময় আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নিয়ে স্লোগান ও বিক্ষোভ শুরু করেন। তবে হাইকমিশন জানিয়েছে, অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলমের প্রবেশ ও বের হওয়ার সময় কোনও বিঘ্ন ঘটেনি। পুলিশ আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।

বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠান চলাকালীন হাইকমিশনের দুটি খালি গাড়ি পার্কিং এলাকায় অবস্থান করছিল। উপদেষ্টা এবং কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর ওই দুটি খালি গাড়িতে ডিম নিক্ষেপ করে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি। এর আগে কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ারও চেষ্টা করেন, যাদের পুলিশ সরিয়ে দেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ হাইকমিশনকে জানিয়েছে, উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে