ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

১৪ স্ত্রীর অভিযোগে বিপাকে বন কর্মকর্তা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১১:৩২:৩৩
১৪ স্ত্রীর অভিযোগে বিপাকে বন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বরিশালে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আর এতে অংশ নিয়েছেন ১৪ নারী—তারা সবাই নিজেকে একজন সরকারি কর্মকর্তার ‘স্ত্রী’ দাবি করেছেন। অভিযুক্ত ব্যক্তি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটওয়ারী, যিনি অভিযোগ অনুযায়ী শুধুমাত্র বিয়ের নামে প্রতারণা করেই ক্ষান্ত হননি, বরং নারীদের সর্বনাশ করাকে যেন একপ্রকার “নেশা” বানিয়ে তুলেছেন।

সম্প্রতি বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন কবিরের সাবেক ও বর্তমান স্ত্রীরা, যাঁরা সবাই প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

চাঁদপুরের বাসিন্দা কবির হোসেন পাটওয়ারী বিদেশে উচ্চশিক্ষা, সরকারি চাকরি কিংবা সামাজিক নিরাপত্তার আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন জেলার নারীদের সঙ্গে বিয়ে করেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি যৌতুকের দাবি তুলতেন, শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করতেন এবং পরে সংসার ভেঙে দিতেন—এমনটাই অভিযোগ তার দুই স্ত্রী নাসরিন আক্তার ও খাদিজা আক্তারের।

শুধু পারিবারিক প্রতারণাই নয়, তার বিরুদ্ধে রয়েছে ঘুষ দাবির অভিযোগও। বরিশাল বন বিভাগের ভবন নির্মাণের কাজ এক বছর আগে শেষ হলেও, ১২ লাখ টাকা ঘুষ না পেয়ে এখনো কাজ বুঝে নেননি কবির—এই অভিযোগ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।

এই ঘটনায় একাধিক প্রতারণা মামলা হয়েছে কবির হোসেনের বিরুদ্ধে। বন বিভাগে দুই স্ত্রী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ইতোমধ্যে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।

তথ্য বলছে, কবির হোসেন ১৯৯২ সালে প্রথম বিয়ে করেন। এরপর একে একে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় আরও ১৩টি বিয়ে করেন। সর্বশেষ, চলতি বছরের ফেব্রুয়ারিতে বরিশালের খাদিজা আক্তারকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন তিনি।

প্রতারণার দায়ে কবির হোসেন পাটওয়ারী এর আগেও জেল খেটেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন কবির হোসেন। তিনি দাবি করেন, এটি তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্র।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে