ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাকসু নির্বাচন নিয়ে ক্ষোভে ফুঁসছেন মাসুদ কামাল

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১০:৫৩:০৮
জাকসু নির্বাচন নিয়ে ক্ষোভে ফুঁসছেন মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালেও ভোট গণনা চলছিল। ফলে কবে ফলাফল ঘোষণা করা হবে, সে বিষয়েও কোনো নিশ্চিত বার্তা মেলেনি।

এই বিলম্বকে “ভয়ংকর ব্যর্থতা” হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল। তিনি বিষয়টি নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন।

মাসুদ কামাল বলেন,“১১ হাজার ভোট গুনতে কি তিন দিন লাগে? জাকসুর ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাত্র ১৭৭ জন প্রার্থী। এখানে আহামরি কোনো জটিলতা নেই—না ভোটের সংখ্যা বেশি, না প্রার্থীর সংখ্যা।”

তিনি প্রশ্ন তোলেন,“তাহলে ফলাফল প্রকাশে এত বিলম্ব কেন? এর একমাত্র কারণ হলো— প্রশাসনের ঘাটতি এবং প্রস্তুতির অভাব। যান্ত্রিকভাবে ভোট গুণতে গেলে সাপোর্টিভ ব্যবস্থা লাগে, ‘প্ল্যান বি’ লাগে। কোনো কারণে এক ব্যবস্থা ভেঙে পড়লে যেন বিকল্প পদ্ধতি কার্যকর হয়। কিন্তু প্রশাসনের কোনো বিকল্প পরিকল্পনা ছিল না।”

তিনি আরও বলেন,“এ রকম ভয়ংকর ব্যর্থতা আমি জীবনে কখনো দেখিনি।”

জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা নিয়ে শুধু মাসুদ কামালই নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সচেতন নাগরিকরা। সময়মতো পরিকল্পনা না নেওয়া, পর্যাপ্ত প্রযুক্তিগত ও জনবল সহায়তার অভাব—সব মিলিয়ে নির্বাচনী ব্যবস্থাপনার দক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে