ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১০:৪৬:০০
নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ছাত্র প্রতিনিধি দুজনসহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে। একইসঙ্গে, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নতুন মুখ আসছে। আগামী এক মাসের মধ্যেই এই পরিবর্তন প্রক্রিয়া শুরু হবে।

সরকারের মূল লক্ষ্য তিনটি: নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো, বিতর্কিত উপদেষ্টাদের ভাবমূর্তি রক্ষা করা এবং কাজের চাপ বন্টন করা। ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন এই সরকার নিজেদের কার্যক্রমকে আরও গুছিয়ে নিতে চাইছে।

বর্তমানে, ২২ জন উপদেষ্টা ৪১টি মন্ত্রণালয় সামলাচ্ছেন। এর মধ্যে মোহাম্মদ ফাউজুল কবির খান ও শেখ বশিরউদ্দিন শামাচ্ছেন তিনটি করে মন্ত্রণালয়। পাশাপাশি, ১০ জন উপদেষ্টা দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন। সবচেয়ে বেশি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। মন্ত্রিসভা বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ মোট পাঁচটি দপ্তর তার অধীনে রয়েছে।

অন্যদিকে, উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন। এই সংখ্যা আরও বাড়বে বলে আভাস পাওয়া গেছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী এবং সিনিয়র সচিব পদমর্যাদার একজনের দপ্তরেও রদবদলের সম্ভাবনা রয়েছে।

সূত্র বলছে, বড় মন্ত্রণালয়ে থাকা কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীকে অপেক্ষাকৃত ছোট দপ্তরে সরিয়ে দেওয়া হতে পারে। বিপরীতে, ছোট দায়িত্বে থাকা কিছু উপদেষ্টাকে দেওয়া হবে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব। সব মিলিয়ে একাধিক চমক আসছে। সরকারের ভেতর থেকে যেমন নতুন মুখ উঠে আসবে, তেমনই সরকারের বাইরের কয়েকজনকে আনা হবে।

নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। বিদায়ের আগেই ক্লিন ইমেজ ধরে রাখতে অন্তর্বর্তী সরকার এ উদ্যোগে নামছে। এখন সবার নজর শেষ সময়ে কারা হচ্ছেন উপদেষ্টা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে