ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাংবাদিকের পরিবারে গিয়ে যা করলেন ডাকসু ভিপি-জিএস

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১০:৪৩:২৯
সাংবাদিকের পরিবারে গিয়ে যা করলেন ডাকসু ভিপি-জিএস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের সময় মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর (৪০) বাসায় গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

সাংবাদিক শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তার দুই সন্তানের জন্য ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে জিএস এসএম ফরহাদ একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফরহাদ লেখেন,“ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।

চার বছর বয়সী আয়াত আলাপের এক ফাঁকে আমাকে বলছিল— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’

অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা শুনে আমরা সবাই আবেগাপ্লুত হয়ে পড়ি।”

তিনি আরও লেখেন,“পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পাশে থাকবো। বাবা হারানো এই ছোট্ট শিশুদের জন্য সবার দোয়া কামনা করছি।”

সাক্ষাতের সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন। ফরহাদ তার ফেসবুক পোস্টে শিবলীর সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেন।

তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ শেষে অফিসে ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

দুপুর দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে