ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিবিরের জয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নীলা ইস্রাফিল

২০২৫ সেপ্টেম্বর ১১ ১০:৪৪:৫৬
শিবিরের জয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নীলা ইস্রাফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্যসমাপ্ত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের বিপুল জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা, বিতর্ক আর প্রতিক্রিয়ার ঝড়। বিশেষ করে শিবির-সমর্থিত প্রার্থী সাবিকুন নাহার তামান্না সদস্য পদে সর্বোচ্চ ১০,৮৪০ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর ‘হিজাব হিজাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবন— যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।

এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও সমাজকর্মী নীলা ইস্রাফিল। তার ভাষায়, "এইটা ডাকসু না, এক্কেবারে ‘হিজাবসু’!"

এক ফেসবুক স্ট্যাটাসে নীলা লেখেন:“ডাকসু ভোট শেষ হইল, কী দেখি? শিবিরের পোলাপাইন প্যানেল মারল ল্যান্ডস্লাইড... কিন্তু ব্যাটা, জিতার পরেও শান্তিতে বইসা দেশ গোছাইতেছে না, হিজাব হিজাব কইরা বাজারের হাঁকডাক দিতাছে!”

তিনি হিজাব ইস্যুকে একটি রাজনৈতিক ও প্রতীকী অপব্যবহার হিসেবে আখ্যা দিয়ে বলেন, নারীদের সম্মান বা নিরাপত্তা নিয়ে না ভেবে বরং তাদের গায়ে জোর করে "কাপড় চাপিয়ে" দেওয়ার সংস্কৃতি চাপানো হচ্ছে।

নীলার ভাষায়:“শুনে রাখ, বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবো না। নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে, প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়া মুড়াইস।”

তিনি প্রশ্ন তোলেন, দেশে যখন ধর্ষণ, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচারহীনতা বিদ্যমান, তখন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার কথা যাঁরা বলছেন, তারা কীভাবে শুধু "হিজাব রাজনীতি" নিয়েই ব্যস্ত থাকতে পারেন?

ডাকসু-২০২৫ নির্বাচনে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে। সভাপতি হয়েছেন সাদিক কায়েম, জিএস হয়েছেন ফারহাদ, এজিএস হয়েছেন মোহিউদ্দিন। এই ফলাফলকে কেউ বলছেন "জেনারেশন শিফট", কেউ বলছেন “ধর্মীয় রাজনীতির উত্থান”, আবার কেউ দেখছেন এতে "গণতান্ত্রিক ব্যর্থতা"।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে