ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

একটা ক্লিক করলেই গায়েব হতে পারে ফেসবুক!

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৯:১৬:১৩
একটা ক্লিক করলেই গায়েব হতে পারে ফেসবুক!

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার নতুন নতুন কৌশল। এখন আপনি বুঝে ওঠার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ হারাতে পারেন। তাই সচেতনতা ছাড়া এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়া কঠিন। সম্প্রতি এমন এক প্রতারণার ধরণ ছড়িয়ে পড়েছে, যার নাম ‘স্পুফিং’ (Spoofing)।

স্পুফিং কীভাবে কাজ করে?

স্পুফিং হচ্ছে এমন একটি কৌশল, যেখানে প্রতারকরা কোনো প্রতিষ্ঠানের নাম বা পরিচয় নকল করে ই-মেইলের মাধ্যমে আপনাকে ফাঁদে ফেলে। ই-মেইলটি দেখতে হয়তো ফেসবুক, গুগল বা আপনার ব্যাংকের মেইলের মতোই থাকবে, কিন্তু তা হবে ভুয়া। ভুয়া লিংকে ক্লিক করলে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড চলে যাবে প্রতারকের হাতে।

ঘটনাটি যদি এভাবে ঘটে…

ধরুন, আপনি ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন এবং ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করেছেন। ফেসবুক জানায়, আপনার ইমেইলে একটি লিংক পাঠানো হয়েছে। আপনি ইনবক্সে গিয়ে দেখলেন দুটি ইমেইল এসেছে।

আপনি না ভেবে শেষেরটিতে ক্লিক করলেন—সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর বুঝতে পারলেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে!

এর কারণ, যে মেইলটি আপনি খুলেছিলেন তা আসলে ফেসবুকের ছিল না, বরং দেখতে ফেসবুকের মতোই এক ভুয়া প্রতিষ্ঠানের, যার নাম ছিল ‘Failbook’। ডিজাইন, লোগো, রঙ—সবই ছিল হুবহু ফেসবুকের মতো।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

১. সন্দেহজনক ই-মেইল পেলে প্রেরকের ইমেইল ঠিকানা ভালো করে যাচাই করুন।

২. ই-মেইলে থাকা লিংকে ক্লিক না করে সরাসরি ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটে প্রবেশ করুন।

৩. লগইনের আগে নিশ্চিত হোন যে আপনি সঠিক ও নিরাপদ ওয়েবসাইটে আছেন।

4. Two-Factor Authentication (2FA) চালু রাখুন।

5. আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে