ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মেঘমল্লারের স্ট্যাটাসে কমেন্ট করে বার্তা দিলেন হাসনাত

২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:৪৮:২৭
মেঘমল্লারের স্ট্যাটাসে কমেন্ট করে বার্তা দিলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার এপেন্ডিক্স অপারেশন করতে হচ্ছে।

স্ট্যাটাসে তিনি লেখেন,যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই হলো। শরীর বিট্রে করল। আজ রাতে এপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না।”

তিনি জানান, চিকিৎসকরা অবস্থা দ্রুত জটিল হয়ে যাওয়ার আশঙ্কায় দেরি না করে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। পোস্টের শেষ অংশে মেঘমল্লার লেখেন,“রাজনৈতিক শত্রু-মিত্র সকলের দোয়া ও আশীর্বাদ চাই।”

তার পোস্টে কমেন্ট করে সমবেদনা জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন,“দ্রুত সুস্থতা কামনা করছি, ভাই। দোয়া রইল।”

হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন, সোমবার (১ সেপ্টেম্বর) মেঘমল্লার ফেসবুকে একটি দীর্ঘ রাজনৈতিক মন্তব্য দেন, যেখানে তিনি ডাকসু নির্বাচন নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ তোলেন।

তিনি অভিযোগ করেন,“একটা নির্দিষ্ট প্রার্থীকে জয়ী করতে ডাকসু নির্বাচন আয়োজন করা হয়েছে। নির্বাচনী সময়সীমা, ছুটি এবং পরীক্ষার সূচি সব কিছু পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যাতে প্রকৃত ছাত্ররাজনীতি দুর্বল থাকে।”

মেঘমল্লারের অভিযোগ, জামায়াতপন্থী ছাত্র সংগঠন শিবিরের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার বদলে তথাকথিত বামপন্থীরা এখন প্রতিক্রিয়াশীল রাজনীতির সুবিধাভোগী হয়ে উঠেছে।

তার ভাষায়,“জামায়াতবিরোধিতা এখন অনেকের কাছে শুধুই একটা গিমিক। আসলে প্রতিক্রিয়াকে রোখার কোনো বাস্তব পদক্ষেপ কেউ নিচ্ছে না।”

পোস্টের শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে লেখেন,“মিডিয়ার কেউ ৯ তারিখ পর্যন্ত কল দিয়েন না। আপনারা ছাত্রদের প্রাইভেসি নষ্ট করছেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপেক্ষা করছেন।”

তিনি লেখেন,“নির্বাচনে জয়-পরাজয়ের চাপ নিচ্ছি না। ইন্টেগ্রিটি ছাড়া আমার আর কিছুই নেই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে