ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আবিদের প্রশ্নের জবাবে শিশির মনিরের চমকপ্রদ মন্তব্য

২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:২৬:১২
আবিদের প্রশ্নের জবাবে শিশির মনিরের চমকপ্রদ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইস্যুতে আদালতে লড়াই করার বিষয়ে সোমবার ছাত্রদল মনোনীত ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের প্রশ্নের জবাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে শিশির মনির ভিপি প্রার্থী আবিদের প্রশ্নের জবাব দেন।

ঢাবির ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর ঢাবির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির, যিনি বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেলের একজন সদস্য।

তবে, শিশির মনির জামায়াতপন্থি আইনজীবী হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে লড়াই করছেন—এমন অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

এই অভিযোগের জবাবে শিশির মনির বলেন, “আবিদ ছোট মানুষ, হয়তো ভুল করে এই কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে এ নিয়ে কিছু মনে করি না। ও বুঝতে পারেনি, তাই বলেছে।”

টেলিভিশন টকশোতে শিশির মনির আরও বলেন, “আমি অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে কাজ করছি। প্রায় সব মামলায় আমরা জয়ী হয়েছি। এটা হয়তো আমার ছোট ভাই আবিদ জানে না, তাই হয়তো এ কথা মুখে বেরিয়েছে। আমি মনে করি, ও ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলেনি।”

উল্লেখ্য, হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটার তালিকা কার্যক্রম স্থগিত করেছিল। ওই আদেশে ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে ঢাবির পক্ষে শিশির মনির চেম্বার আদালতে আবেদন করলে হাইকোর্টের স্থগিতাদেশ উঠিয়ে নেয়া হয়।

এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষ শিশির মনিরকে প্রশংসা করেছেন।

একজন লেখক ফাইয়াজ ইফতি বলেন, “বেগম খালেদা জিয়া, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অনেক বিএনপি নেতার মামলায় আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এখন যখন দেশের পরিস্থিতি কঠিন, তখন আবিদ শিশির মনিরকে নিয়ে প্রশ্ন তুলছেন, যা হাস্যকর।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে