ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

লিবরা ইনফিউশনস সচল, কিন্তু অনিশ্চয়তায় শেয়ারহোল্ডাররা

২০২৫ সেপ্টেম্বর ০২ ০৭:০৯:২২
লিবরা ইনফিউশনস সচল, কিন্তু অনিশ্চয়তায় শেয়ারহোল্ডাররা

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, লিবরা ইনফিউশনস লিমিটেড বর্তমানে কার্যক্রম চালু রেখেছে। কোম্পানিটির প্রধান কার্যালয় ও কারখানা পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছে ডিএসই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিয়ে রোববার এই পরিদর্শন সম্পন্ন হয়।

এর আগে, গত ১৪ জুলাই ডিএসইর একটি দল মিরপুর শিল্প এলাকায় গিয়ে কোম্পানির কারখানা বন্ধ দেখতে পায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে ২১ জুলাই লিবরা ইনফিউশনস জানায়, জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত উৎপাদন বন্ধ ছিল। ১৭ জুলাই থেকে কারখানা আবার পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে বলে কোম্পানি দাবি করে।

যদিও কার্যক্রম সচল থাকার নিশ্চয়তা মিলেছে, তবু আর্থিক প্রতিবেদনের অভাবে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বহাল রয়েছে। ২০২১ অর্থবছরের পর থেকে এখন পর্যন্ত কোনো আর্থিক ফলাফল প্রকাশ করেনি লিবরা ইনফিউশনস। ওই বছর প্রতিষ্ঠানটি মাত্র ২ লাখ টাকা নিট মুনাফা করেছিল, যেখানে আগের অর্থবছরে লোকসান হয়েছিল ১ কোটি ১৬ লাখ টাকা।

কোম্পানি কর্মকর্তারা প্রতিবেদনের দেরির কারণ হিসেবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন না করতে পারাকে দায়ী করেছেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে বকেয়া সভা আয়োজনের অনুমোদন পাওয়া গেলেও, নতুন কোনো আর্থিক প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালেই ডিভিডেন্ড ঘোষণা করেছিল লিবরা ইনফিউশনস। তখন প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়। শেয়ার লভ্যাংশের মাধ্যমে মূলধন বাড়ানোই ছিল কোম্পানির উদ্দেশ্য।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে