ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অনলাইনে দাগ নাম্বার দিয়ে জমির মালিক বের করার পদ্ধতি 

২০২৫ সেপ্টেম্বর ০২ ১২:৫৯:১৩
অনলাইনে দাগ নাম্বার দিয়ে জমির মালিক বের করার পদ্ধতি 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন ঘরে বসেই অনলাইনে জমির তথ্য খোঁজা এবং খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা যাচ্ছে। শুধুমাত্র দাগ নম্বর ব্যবহার করেই জমির পরিমাণ, খতিয়ান নম্বর এবং মালিকানা সংক্রান্ত তথ্য জানা সম্ভব।

এজন্য প্রথমে eporcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর "খতিয়ান অনুসন্ধান" অপশনে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করে খতিয়ানের ধরন (যেমন, আরএস) নির্বাচন করতে হয়।

যেহেতু অনেক সময় খতিয়ানের নম্বর জানা থাকে না, তাই "দাগ নম্বর" দিয়ে খোঁজার অপশনটিও রয়েছে। দাগ নম্বর ও ক্যাপচা পূরণ করে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট মালিকের নামসহ দাগভিত্তিক তথ্য চলে আসে।

যদি কোনো এলাকায় তথ্য না পাওয়া যায়, তবে বুঝতে হবে সেই এলাকার খতিয়ান এখনো অনলাইনে আপলোড হয়নি। কিছু সময় পর পুনরায় চেষ্টা করলেই মিলতে পারে কাঙ্ক্ষিত তথ্য।

খতিয়ানের অনলাইন বা সার্টিফায়েড কপি পেতে চাইলে “আবেদন করুন” বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও ঠিকানা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়। এরপর অনলাইন পেমেন্ট সম্পন্ন করলে নির্ধারিত সময়ে খতিয়ানের কপি সরবরাহ করা হয়।

সরকারের এই ডিজিটাল ভূমি সেবা নাগরিকদের হয়রানি ও দালালচক্র থেকে মুক্তি দিতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে