ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঘরে পিঁপড়ে ঢুকলে যে বার্তা দিচ্ছেন আল্লাহ জানালেন আহমাদুল্লাহ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১২:৩০:৪৪
ঘরে পিঁপড়ে ঢুকলে যে বার্তা দিচ্ছেন আল্লাহ জানালেন আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা আহমাদুল্লাহ হুজুর ঘরে পিঁপড়ে আসা নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ ব্যাখ্যা করেছেন। অনেকেই ঘরে পিঁপড়ে ঢুকলে এটিকে অপশুভ বা সমস্যা মনে করেন। তবে হুজুরের মতে, ইসলামে এটি সবসময় নেতিবাচক মনে করা হয় না বরং এতে কিছু ইশারা, বারতা এবং উপদেশ থাকতে পারে।

কুরআনুল কারিমে একটি সূরা রয়েছে যার নাম সূরা আন-নামল, যার অর্থ "পিপঁড়ে"। এই সূরায় হযরত সুলাইমান (আঃ) ও পিঁপড়েদের একটি ঘটনা বর্ণিত হয়েছে।

একবার হযরত সুলাইমান (আঃ) তাঁর বিশাল বাহিনী নিয়ে যাওয়ার পথে পিঁপড়েদের উপত্যকায় পৌঁছান। তখন এক স্ত্রী পিঁপড়ে অন্যদের সতর্ক করে বলে:“তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যাতে সুলাইমান ও তাঁর বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষে না ফেলে।”(সূরা আন-নামল: ১৮)

এই ঘটনা থেকে বোঝা যায়, পিঁপড়েরা আল্লাহর বান্দা, যাদের বুদ্ধিমত্তা ও দায়িত্ববোধ রয়েছে, এবং তারা আল্লাহর জিকির করে।

আহমাদুল্লাহ হুজুর ঘরে পিঁপড়ে আসা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন:

✅ বরকতের লক্ষণ হতে পারে

ইসলামী বিশ্বাস অনুযায়ী, ঘরে খাদ্যের উপস্থিতি এবং রিজিকের প্রাচুর্য থাকলে পিঁপড়ে আসতে পারে। অনেক সময় এটিকে বরকত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক আগমনের ইঙ্গিত হিসেবেও ধরা হয়।

✅ রিজিকের নিশ্চয়তা

পিঁপড়েরা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ সব প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। এমনকি অন্ধ পোকা-মাকড় বা গভীর সমুদ্রের প্রাণীর জন্যও রিজিকের ব্যবস্থা আছে। তাই মুসলমানদের উচিত রিজিক নিয়ে দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখা।

হুজুর বলেন,“পিঁপড়েরা আল্লাহর সৃষ্টি, তাদেরও জিকির করার ক্ষমতা রয়েছে। তাই অহেতুক তাদের হত্যা করা উচিত নয়।”

তবে যদি পিঁপড়ে ঘরে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় — যেমন খাবার নষ্ট করা, শিশুদের কামড় দেওয়া ইত্যাদি — সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া ইসলামসম্মত, কিন্তু সেটা হওয়া উচিত অনুগ্রহপূর্ণ এবং অপ্রয়োজনে আঘাত ছাড়া।

আহমাদুল্লাহ হুজুরের ব্যাখ্যা অনুযায়ী, ঘরে পিঁপড়ে আসা শুধু একটি সাধারণ ঘটনা নয় — এটি হতে পারে আল্লাহর নেয়ামতের ইশারা, রিজিকের বার্তা, এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও দায়িত্বশীল আচরণের শিক্ষা।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে