ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আগস্ট ৩১ থেকে ফেসবুকের নতুন আয় নীতি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১২:১০:৩৩
আগস্ট ৩১ থেকে ফেসবুকের নতুন আয় নীতি

নিজস্ব প্রতিবেদক: আগস্ট ৩১, ২০২৫ থেকে ফেসবুক তাদের পুরনো কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। Reels Ads, In-stream Ads ও পারফরম্যান্স বোনাস আর থাকছে না। এর পরিবর্তে আসছে একটি নতুন ব্যবস্থা—Unified Content Monetization Program (CMP)। নির্মাতাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন।সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ফলোয়ার শর্তের ক্ষেত্রে। আগে যেখানে আয় শুরু করতে ১০ হাজার ফলোয়ার লাগত, এখন সেই সীমা কমিয়ে আনা হয়েছে ৫ হাজারে। ফলে অনেক নতুন নির্মাতা এখন আগের চেয়ে দ্রুত আয় শুরু করতে পারবেন। এছাড়া CMP চালুর পর এমন সব কনটেন্ট থেকেও আয় সম্ভব হবে, যেগুলো আগে মনিটাইজেবল ছিল না, তবে এখনো মুছে ফেলা হয়নি।তবে এই পরিবর্তনের খবরের পাশাপাশি নানা গুজবও ছড়িয়েছে। অনেকেই দাবি করছেন, ফেসবুক নাকি fact-checking পুরোপুরি বন্ধ করে দেবে। কেউ কেউ আবার বলছেন, বিশেষ দেশীয় fact-checker-দের বাদ দেওয়া হয়েছে। এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। Meta কোথাও বলেনি যে fact-checking ব্যবস্থা বন্ধ হবে। বরং ভুয়া তথ্য ঠেকাতে এ ব্যবস্থাই তাদের প্রধান ভরসা।এছাড়া আরও কিছু ভ্রান্ত ধারণা ছড়িয়েছে। যেমন—এখন থেকে সব শব্দ ব্যবহার করা যাবে, রাজনৈতিক বা ধর্মীয় কনটেন্টের ওপর আর কোনো বিধিনিষেধ থাকবে না ইত্যাদি। বাস্তবে, ঘৃণাত্মক বক্তব্য, সহিংসতা উসকে দেওয়া কিংবা ভুয়া তথ্যের বিরুদ্ধে ফেসবুকের কড়াকড়ি আগের মতোই বহাল থাকবে।ডিজিটাল বিশ্লেষকরা মনে করছেন, CMP নির্মাতাদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি করবে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না। একজন বিশেষজ্ঞের ভাষায়, “ফেসবুকের নতুন প্রোগ্রাম কনটেন্ট নির্মাতাদের আয় বাড়াবে। তবে অফিসিয়াল ঘোষণার বাইরে ভুয়া তথ্য ধরে এগোলে তা উল্টো ক্ষতির কারণ হতে পারে।”সব মিলিয়ে বলা যায়, ফেসবুকের নতুন মনিটাইজেশন প্রোগ্রাম নির্মাতাদের জন্য দরজা খুলে দিচ্ছে। তবে এর সুযোগ নিতে হলে নির্ভরযোগ্য তথ্য জানা এবং গুজব থেকে দূরে থাকার বিকল্প নেই।আগস্ট ৩১ থেকে ফেসবুকে নতুন আয়ের সুযোগ: ৫ হাজার ফলোয়ারেই কনটেন্ট নির্মাতাদের মনিটাইজেশন সম্ভব

ফেসবুকের নতুন কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম: সত্য ও গুজব একসাথে

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর: ফলোয়ার শর্ত কমল, পুরনো কনটেন্ট থেকেও আয় সম্ভব

ফেসবুকের নতুন আয় নীতি নিয়ে যা সত্য, যা গুজব

কনটেন্ট নির্মাতাদের জন্য বড় খবর: ফেসবুকের নতুন আয়ের নিয়ম কার্যকর ৩১ আগস্ট থেকেমুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে