ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ৫ খাবার

২০২৫ আগস্ট ২৭ ১৩:৪১:০২
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ৫ খাবার

নিজস্ব প্রতিবেদক: আমাদের মস্তিষ্ক শরীরের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অঙ্গ। চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া, স্মৃতি সংরক্ষণ, সমস্যা সমাধান কিংবা মনোযোগ ধরে রাখা—সবই নির্ভর করে এই অঙ্গটির ওপর। আর মস্তিষ্ককে সুস্থ ও সক্রিয় রাখতে প্রয়োজন সঠিক পুষ্টি।

পুষ্টিকর খাবার মস্তিষ্কের কোষকে রক্ষা করে, স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে এবং মানসিক কর্মক্ষমতা বাড়ায়। আসুন জেনে নিই, এমন ৫টি খাবার সম্পর্কে যেগুলো মস্তিষ্কের জন্য সবচেয়ে উপকারী।

১. চর্বিযুক্ত মাছ

স্যালমন, সারডিন ও ম্যাকারেলের মতো চর্বিযুক্ত মাছ হলো ওমেগা-৩ ফ্যাটি এসিডের চমৎকার উৎস। এই ফ্যাটি এসিড মস্তিষ্কের গঠনের গুরুত্বপূর্ণ উপাদান এবং কোষ তৈরিতেও সহায়তা করে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত চর্বিযুক্ত মাছ খেলে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ে, মেজাজ উন্নত হয় এবং বয়সজনিত মানসিক অবনতি কমে। সপ্তাহে অন্তত দুবার এমন মাছ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

২. ব্লুবেরি

ছোট ফল হলেও ব্লুবেরির গুণ অসাধারণ। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ ফ্ল্যাভোনয়েড, যা মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ থেকে রক্ষা করে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্লুবেরি স্মৃতিশক্তি উন্নত করতে পারে এবং ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাস করে। সকালে দই, ওটস কিংবা সিরিয়ালের সঙ্গে ব্লুবেরি খেলে বাড়তি পুষ্টি পাওয়া যায়।

৩. বাদাম ও বীজ

আখরোট, বাদাম, কুমড়ার বীজ ইত্যাদিতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই ও নানা খনিজ উপাদান।

ভিটামিন ই অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে, যা মস্তিষ্কের কোষ রক্ষা করে। আখরোটে থাকা ওমেগা-৩ ও ডিএইচএ শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ায়। অন্যদিকে, কুমড়ার বীজে থাকা জিংক, ম্যাগনেশিয়াম ও আয়রন স্নায়ুর কার্যকারিতা উন্নত করে।

৪. পাতা-যুক্ত সবজি

পালং, লেটুস, মেথি ইত্যাদি পাতা-যুক্ত সবজিতে রয়েছে ভিটামিন কে, ফলেট ও বিটা-ক্যারোটিন—যেগুলো মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর।

এই উপাদানগুলো কোষগঠন, নিউরোট্রান্সমিশন এবং মানসিক অবনতির বিরুদ্ধে কাজ করে। প্রতিদিন এসব সবজি খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং বয়সজনিত স্নায়ুবিক রোগ প্রতিরোধে সহায়তা করে।

৫. ডার্ক চকোলেট

৭০% বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেট কেবল মুখরোচকই নয়, মস্তিষ্কের জন্যও উপকারী। এতে থাকা ফ্ল্যাভোনয়েড, ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিড্যান্ট স্মৃতি উন্নত করে, মনোযোগ বাড়ায় এবং মানসিক সতর্কতা বৃদ্ধি করে।

ফ্ল্যাভোনয়েড মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়, কোষকে রক্ষা করে এবং মানসিক কার্যক্ষমতা বাড়ায়। সামান্য পরিমাণ ডার্ক চকোলেট নিয়মিত খাওয়া যেতে পারে।

মস্তিষ্ক সুস্থ রাখতে খাবারের প্রভাব অসাধারণ। সঠিক খাদ্যাভ্যাস শুধু মানসিক তীক্ষ্ণতাই বাড়ায় না, বরং মানসিক রোগের ঝুঁকিও কমায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এই উপকারী খাবারগুলো রাখার চেষ্টা করুন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে