ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

ফজলুর রহমানের পক্ষে মুখ খুললেন গোলাম মাওলা রনি

২০২৫ আগস্ট ২৬ ১৯:৫৯:৫৫
ফজলুর রহমানের পক্ষে মুখ খুললেন গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ফজলুর রহমানের ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্যকে কেন্দ্র করে দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় এবার তার পক্ষে মুখ খুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ও সন্ধ্যায় ফেসবুকে দুটি স্ট্যাটাসে রনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ফজলুর রহমানের শোকজ নোটিশ প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা উচিত।

গোলাম মাওলা রনি তার স্ট্যাটাসে লেখেন,"মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বিরুদ্ধে ইস্যু করা শোকজের জবাব দিয়েছেন—যা ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং বিএনপিকে চরম সংকটে ফেলেছে। বিশেষ করে পুলিশ হত্যা ও স্নাইপার রাইফেল দিয়ে ছাত্র-জনতা হত্যার অভিযোগ যাদের দিকে তিনি ইঙ্গিত করেছেন, তা যদি বিএনপি বুঝতে না পারে, তবে বড় দুর্ভোগ আসতে পারে।"

তিনি আরও বলেন,"ফজলুর রহমান রাষ্ট্রের কাছে যে দলিল তুলে ধরেছেন, তা সামলাতে না পারলে বিএনপির জন্য ভবিষ্যৎ আরও সংকটময় হতে পারে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ও জুলাই মাসের ঘটনাবলির নেপথ্যে যেসব ‘কালো শক্তির’ কথা বলেছেন, তা ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।"

দুপুরের স্ট্যাটাসে রনি আরও বলেন,"আমি মনে করি, এই মুহূর্তে ফজলুর রহমানের বিরুদ্ধে ইস্যু করা শোকজ প্রত্যাহার করা উচিত। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা উচিত। আর তাকে যদি দলের কেউ অপছন্দ করেন, তাহলে সম্মানজনকভাবে বিদায় জানানোই শ্রেয়।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে