ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রিসার্চে ঢাবির শিক্ষার্থীদের জন্য ১২ দফা পরিকল্পনা

২০২৫ আগস্ট ২৭ ১২:৫১:৫০
রিসার্চে ঢাবির শিক্ষার্থীদের জন্য ১২ দফা পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই আন্দোলনে আহত হওয়া শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি। গবেষণা ও একাডেমিক প্রকাশনায় নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম পূর্ণাঙ্গ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য নিয়ে নির্বাচন করছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে সানজিদা তার একাডেমিক অর্জন, গবেষণা অভিজ্ঞতা এবং নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

তিনি জানান, অনার্সে বিভাগের তৃতীয় স্থান অধিকার করেন তিনি। অনার্স চতুর্থ বর্ষে একটি প্রভাবশালী গবেষণা সম্পন্ন করেন, যা ইতোমধ্যে আন্তর্জাতিক ‘Educational Studies’ জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে। বর্তমানে মাস্টার্স পর্যায়ে নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি গবেষণায় যুক্ত আছেন, যা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপের জন্য শর্টলিস্টেড হয়েছে।

এছাড়া ইউনেস্কো, ইউনিসেফ ও ইউজিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন তিনি।

ইশতেহারের মূল প্রতিশ্রুতি:

সানজিদা তার ইশতেহারে বলেন, “ঢাবিকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে তুলতে হলে গবেষণা খাতে বরাদ্দ ও সুযোগ বাড়াতে হবে।” তার প্রতিশ্রুতি অনুযায়ী, নির্বাচিত হলে তিনি—

গবেষণা বাজেটকে ২.০৮% থেকে অন্তত ৪% এ উন্নীত করার জন্য কাজ করবেন

বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও আন্তর্জাতিক ফান্ডিং উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন

শিল্প ও একাডেমিয়ার মধ্যে পার্টনারশিপ বাড়াবেন

Elsevier, Scopus, JSTOR সহ আন্তর্জাতিক ডাটাবেইসে শিক্ষার্থীদের সহজ অ্যাক্সেস নিশ্চিত করবেন

বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা মেলা’ আয়োজন ও নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা চালু করবেন

SPSS, Python, R সহ আধুনিক গবেষণা টুলস ব্যবহারে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবেন

গবেষণায় আগ্রহী সব শিক্ষার্থীকে থিসিস ও ইন্টার্নশিপের সুযোগ দিতে চান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাকে আধুনিকায়ন ও কার্যকর করতে চান

বিদেশি কনফারেন্স ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণে ফান্ডিং চালু করবেন

গবেষণা কেন্দ্রগুলোর পুনর্বিন্যাস ও অব্যবহৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন

রিসার্চ অ্যাওয়ার্ড চালু করে সাফল্য উদযাপন করবেন

অনলাইন জার্নাল আর্কাইভ, বিভাগভিত্তিক গবেষণা আর্কাইভ এবং একটি কেন্দ্রীয় এথিক্যাল রিভিউ বোর্ড গঠনের উদ্যোগ নেবেন

খাবার ও পানির মান নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও নজরদারি চালু করবেন

‘ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা’কে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলবেন

সানজিদা বলেন, “এক বছরে সব কিছু বদলে ফেলা সম্ভব নয়, কিন্তু আমি পরিবর্তনের সূচনা করতে চাই। গবেষণায় ঢাবিকে গর্বের জায়গায় নিতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে