ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

সিলেটে সাদাপাথর কাণ্ড: পুলিশে বড় রদবদল

২০২৫ আগস্ট ২৭ ০০:২৩:৩৯
সিলেটে সাদাপাথর কাণ্ড: পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: সিলেটে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ২২ জনকে সম্প্রতি বদলি করা হয়েছে। এতে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ১১ জন এসআই ও এএসআইও রয়েছেন। বিষয়টি মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও প্রশাসন) রাসেলুর রহমান নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (২৫ আগস্ট) জেলার বিভিন্ন থানায় নিয়মিত বদলির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি পুলিশে রদবদলের সাধারণ প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করা হয়।

এর আগে ১৩ আগস্ট কোম্পানীগঞ্জের সাদাপাথরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাথর লুটের সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া লুট হওয়া টাকার ভাগ স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিজিবি পেয়েছে বলে উল্লেখ করা হয়।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে নতুন কর্মস্থলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া জেলা এলাকার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কুশিয়ারা পুলিশ তদন্তকেন্দ্র ও সিলেটের মোটরযান শাখায়ও বদলি করা হয়েছে।

মোট ২২ জনের মধ্যে ১৩ জন এসআই, ৭ জন এএসআই এবং ২ জন কনস্টেবল। বদলি করা সদস্যদের মধ্যে ১১ জন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থেকে অন্য থানায় স্থানান্তরিত হয়েছে। একই সময়ে, জেলার অন্যান্য থানার নয়জন পুলিশ সদস্যকে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সাদাপাথর কাণ্ড ও জাফলংসহ ওই দুটি এলাকার পাথর লুটের ঘটনায় সাম্প্রতিক সমালোচনার কারণে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার ১১ পুলিশ সদস্যকেও নিয়মিত বদলির মধ্যে রাখা হয়েছে। এটি নিশ্চিত করে যে, প্রশাসন সচেতন এবং স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে