ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

শাকিব আমাকে ‘মটু মটু’ বলে পঁচাতো

২০২৫ আগস্ট ২৬ ১৬:৩৮:০৬
শাকিব আমাকে ‘মটু মটু’ বলে পঁচাতো

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, একসময় শাকিব খানের ‘মটু’ বলা ও ঠাট্টা করাই তাকে ওজন কমাতে অনুপ্রাণিত করেছে। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ‍তিনি শেয়ার করেছেন ব্যক্তিগত কিছু মজার স্মৃতি।

অপু বলেন, “২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানেই সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার একটি ঘটনা মনে পড়ে। আমি একটু দেরি করেছিলাম, আইসক্রিম আনতে গিয়েছিলাম। এসে দেখি জয় আর তার বাবা (শাকিব খান) ঘোড়ায় উঠে গেছে। আমি দৌড়ে আসছিলাম, চুল ঠিক করতে করতে। শাকিব ভিডিও করছিল। পরে আমি জিজ্ঞেস করেছিলাম—‘তুমি এটা কেন করলে?’ সে বলেছিল, ‘ইচ্ছে করে। তুমি দৌড় দিবা, আমার ভালো লাগবে।’ তখন ওজন একটু বেশি ছিল, তাই বলেছিল ‘দৌড়াও, মোটাটা একটু কমবে।’”

তিনি বলেন, "শাকিব আমাকে ‘মটু মটু’ বলে পঁচাতো। এখন আর সেই সুযোগ নেই, আমি শুকিয়ে গেছি।"

অপু আরও বলেন, “সোশ্যাল মিডিয়াকে আমি যেমন সাপোর্ট করি, তেমনি মাঝে মাঝে কষ্টও পাই। তারা তো আমাদের চেনেন না, অথচ অকারণে বুলিং করেন। এটা কষ্টদায়ক।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শাকিব খান, শবনম বুবলী এবং তাদের সন্তান বীরের ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, এসব করা হচ্ছে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে।

এ প্রসঙ্গে অপু বলেন, “হতে পারে! আমি যেহেতু আমেরিকার নাগরিক হতে যাইনি, তাই রুলস কী তাও জানি না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে