ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

স্কুলে হিজাব পড়ার কারণে ২২ শিক্ষার্থী বহিষ্কার

২০২৫ আগস্ট ২৫ ১৩:২৪:১৮
স্কুলে হিজাব পড়ার কারণে ২২ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইংরেজি শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা ঘটেছে প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের সঙ্গে।

তবে অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার দাবি করেন, হিজাব পরার কারণে নয়, ওড়না সাদা স্কার্ফের বদলে পড়ার কারণে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকার ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২০-২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে যান। তবে দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কোনো শিক্ষক তাদের হিজাব নিয়ে আপত্তি জানায়নি। শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন। একই সঙ্গে তাদের সঙ্গে অনুচিত ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

একাধিক অভিভাবক জানান, তাদের মেয়েরা প্রতিদিনের মতো হিজাব পরে স্কুলে গিয়েছিল, কিন্তু ওই দিন বাসায় ফিরে জানায় হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষিকা মাদ্রাসার শিক্ষার্থীদের মতো হিজাব পরার জন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং জঙ্গিদের মতো মন্তব্য করেছেন।

শিক্ষিকা ফজিলাতুন নাহার বলেন, “স্কুলের একটি ড্রেস কোড আছে, যার আওতায় পর্দা করার জন্য সাদা স্কার্ফ পরতে হবে। অনেকেই ওড়না পরে এসেছেন, যা নিয়মবিরুদ্ধ। এজন্য তাদের ক্লাস থেকে বের করা হয়েছে।”

অন্যান্য শিক্ষকেরা এ বিষয়ে কিছু করেননি বলে জানালে তিনি বলেন, “অন্য শিক্ষকরা যা করেছে তা তাদের ব্যাপার। কিন্তু যারা নিয়ম মানবে না, তাদের শিক্ষাদানের দায়িত্ব আমাদেরই। এজন্য আমি এই পদক্ষেপ নিয়েছি।”

ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমকে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “বসুন্ধরা শাখার প্রধানের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে