ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

স্বাস্থ্য পরামর্শ : রোগ অনুযায়ী যে ডাক্তার দেখাবেন

২০২৫ আগস্ট ২৩ ১৫:৫০:০২
স্বাস্থ্য পরামর্শ : রোগ অনুযায়ী যে ডাক্তার দেখাবেন

নিজস্ব প্রতিবেদক: শরীরের সমস্যা দেখা দিলেই আমরা দৌড়াই ডাক্তার দেখাতে। কিন্তু ঠিক কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন, সেটি অনেকেই জানেন না। অনেক সময় ভুল বিশেষজ্ঞের কাছে গিয়ে সময় ও অর্থের অপচয় হয়। তাই প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চলুন দেখে নেওয়া যাক, কোন ধরনের শারীরিক সমস্যা হলে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত—

মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা:মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত বা স্নায়ুর ব্যথা হলে নিউরোলজিস্ট এবং মস্তিষ্কে অস্ত্রোপচার বা টিউমার সংক্রান্ত সমস্যা হলে নিউরোসার্জনের পরামর্শ নিন।

চোখের সমস্যা:চোখ ঝাপসা দেখা, লাল হওয়া, ছানি, গ্লুকোমার মতো সমস্যা হলে চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist) এর পরামর্শ নেওয়া উচিত।

কান, নাক ও গলার সমস্যা:কানে শোনা কমে যাওয়া, পুঁজ পড়া, টনসিল, সাইনাস বা নাক থেকে রক্ত পড়া— এসব ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist) দেখাতে হবে।

দাঁত ও মুখের সমস্যা:দাঁতের ব্যথা, মাড়ির ইনফেকশন, দাঁত ওঠানো বা ব্রেস লাগানোর জন্য ডেন্টিস্টের পরামর্শ জরুরি।

হৃদরোগ ও রক্তচাপ:বুক ধড়ফড়, উচ্চ/নিম্ন রক্তচাপ, হার্ট ব্লক বা অ্যাটাক হলে কার্ডিওলজিস্ট এবং হার্টের অপারেশন প্রয়োজন হলে কার্ডিয়াক সার্জনের শরণাপন্ন হতে হবে।

শ্বাসকষ্ট / ফুসফুসের সমস্যা:হাঁপানি, দীর্ঘস্থায়ী কাশি বা যক্ষ্মার লক্ষণ দেখা দিলে চেস্ট/পালমোনোলজিস্টের পরামর্শ নিন।

পেট ও হজমের সমস্যা:গ্যাস্ট্রিক, লিভার সমস্যা, পেটে ব্যথা বা আলসার হলে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট দেখাতে হবে।

কিডনি / প্রস্রাবের সমস্যা:কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা বা ইউরিন ইনফেকশন হলে নেফ্রোলজিস্ট এবং সার্জারি দরকার হলে ইউরোলজিস্ট এর কাছে যেতে হবে।

হাড়, জয়েন্ট ও মেরুদণ্ডের সমস্যা:হাঁটু, কোমর ব্যথা, হাড় ভাঙা বা বাতজনিত সমস্যায় অর্থোপেডিক সার্জনের পরামর্শ প্রয়োজন।

ত্বক ও যৌন রোগ:চুলকানি, ফুসকুড়ি, চুল পড়া বা যৌন সংক্রমণের মতো সমস্যায় ডার্মাটোলজিস্ট (ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ) এর পরামর্শ নেওয়া উচিত।

নারী রোগ:মাসিকের সমস্যা, গর্ভধারণ বা সন্তান জন্ম সংক্রান্ত বিষয়ে গাইনোকলজিস্ট ও অবস্টেট্রিশিয়ানের সাহায্য নিতে হবে।

শিশুদের সমস্যা:শিশুদের জ্বর, ডায়রিয়া বা নিউমোনিয়ার মতো অসুখে চাইল্ড স্পেশালিস্ট (পেডিয়াট্রিশিয়ান) দেখানো জরুরি।

মানসিক স্বাস্থ্য সমস্যা:ডিপ্রেশন, ঘুমের সমস্যা, দুশ্চিন্তা বা সিজোফ্রেনিয়ার মতো মানসিক অসুখে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে।

সাধারণ অসুখ:সাধারণ সর্দি, জ্বর, কাশি বা ছোটখাটো সমস্যা হলে মেডিসিন বিশেষজ্ঞ অথবা সাধারণ এমবিবিএস ডাক্তার এর পরামর্শই যথেষ্ট।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে