ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী

২০২৫ আগস্ট ২২ ১৫:২৫:২১
যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসার কথা থাকলেও সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত জটিলতা এবং ইউরোপের ভূরাজনৈতিক বাস্তবতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, চলতি মাসের ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা ছিল। কিন্তু পুরো সফরসূচিই আপাতত স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে তা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ইতালি দূতাবাস বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। সফর বাতিলের পেছনে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক উত্তেজনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটি হতে যাচ্ছিল প্রথম ঢাকা সফর, যা কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছিল।

জর্জিয়া মেলোনির সম্ভাব্য সফরে বাংলাদেশে কর্মরত অবৈধ অভিবাসী এবং বৈধ অভিবাসন ব্যবস্থাপনার সুযোগ—এই দুই বিষয় প্রধান আলোচ্য ছিল বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফর স্থগিত হলেও ভবিষ্যতে তা নতুনভাবে নির্ধারিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক মহল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে