ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাকায় ট্রেনের বগি লাইনচ্যুত

২০২৫ আগস্ট ২৩ ১০:৩৫:৪৩
ঢাকায় ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর আগেই কসাইবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়।

জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর বিমানবন্দর স্টেশনের আউটারে লাইনচ্যুত হওয়ায় বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর কমলাপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এতে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে ঢুকতে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতর থেকে ট্রেন বের হওয়ার লাইন সচল আছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে