ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

পিআর পদ্ধতিকে ঘিরে বিস্ফোরক মন্তব্য সাবেক এমপির

২০২৫ আগস্ট ২৩ ১৩:৪৭:৪১
পিআর পদ্ধতিকে ঘিরে বিস্ফোরক মন্তব্য সাবেক এমপির

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি proportional representation (পিআর) পদ্ধতি নিয়ে সমালোচনা করে বলেছেন, “হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো পিআর পদ্ধতি।”

সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

নিলুফার বলেন,“যখন নির্বাচনী সংস্কার শুরু হয় তখন পিআর পদ্ধতির কোনো উল্লেখ ছিল না। এখন হঠাৎ করে সেটি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা মনে করছে, বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এটা মেনে নেবে না, আর এই ইস্যু নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা যাবে। এটি আসলে সময়ক্ষেপণের চেষ্টা ছাড়া আর কিছুই নয়।”

নিলুফার চৌধুরী দেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন,“বাংলাদেশ গত ৫৪ বছর ধরেই বিভিন্ন ধকলের মধ্য দিয়ে চলছে। এক এগারো, এরশাদের শাসন, বর্তমান শাসন— প্রতিবারই গণতন্ত্রকে পেছনে ফেলে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের ছায়া পড়েছে। এখন যদি রাজনৈতিক দলগুলো নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য ব্যর্থ হয়ে যাবে।”

তিনি আরও বলেন,“আপনারা যদি কাদা ছোড়াছুড়ি বন্ধ না করেন, তাহলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। সেনাপ্রধান যেমন সতর্ক করেছিলেন, আমিও সেটাই বলছি।”

নিলুফার বলেন,“ছয় শতাধিক সংস্কারের মধ্যে অধিকাংশই বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল গ্রহণ করেছে। মাত্র কয়েকটি বিষয়ে দ্বিমত রয়েছে, সেগুলোও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু গণভোট বা পিআর পদ্ধতির মতো প্রস্তাবনা দিয়ে বাড়াবাড়ি করলে জনসাধারণের মধ্যে অস্বস্তি তৈরি হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দেয়, কিন্তু অযথা বাড়াবাড়ি বরদাশত করে না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে