ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রিমান্ড শেষে আদালতে মাই টিভির চেয়ারম্যান

২০২৫ আগস্ট ২৩ ১৫:৩৪:৩৩
রিমান্ড শেষে আদালতে মাই টিভির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ছাত্রনেতা আসাদুল হক বাবু হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে আজ আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রিমান্ড শেষ হওয়ার পর সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে আদালতে হাজির করেন এবং কারাগারে আটক রাখার আবেদন করেন। বর্তমানে নাসির উদ্দিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

বিকেল সাড়ে তিনটার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে তার জামিন ও কারাগারে প্রেরণের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক শেখ কামাল।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর পাকা রাস্তার মোড়ে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসাদুল হক বাবু। নিহতের বাবা জয়নাল আবেদীন ওই ঘটনায় মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।

ওই মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, বাবু হত্যা মামলাটির সঙ্গে সংশ্লিষ্টতায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে নাসির উদ্দিনকে ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। মামলা ও তদন্ত নিয়ে চলছে রাজনৈতিক বিতর্কও। মামলার অগ্রগতি ও আসামিদের আইনি অবস্থান এখন সার্বজনীন নজরদারিতে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে