ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচন বুঝতে হলে যা জানতে হবে!

২০২৫ আগস্ট ২২ ১৫:৩৪:৩৭
ডাকসু নির্বাচন বুঝতে হলে যা জানতে হবে!

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে, শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কেন্দ্রীয় সংসদের মোট ২৮টি পদের মধ্যে ১৫টি সম্পাদকীয় এবং ১৩টি নির্বাহী সদস্য পদে ভোট হবে। পাশাপাশি প্রতিটি আবাসিক হলে ১৩টি করে পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭১ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। ভোটার সংখ্যার দিক থেকে রোকেয়া হলে সবচেয়ে বেশি এবং সলিমুল্লাহ মুসলিম হলে সবচেয়ে কম ভোটার রয়েছে। নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও জোটের প্যানেল ঘোষণা।

ভিপি ও জিএস পদে অংশ নিচ্ছেন: ইসলামী ছাত্রশিবিরের সাদিক কাইয়ুম ও এস এম ফরহাদ, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ও সাবিনা ইয়াসমিন, ছাত্রদলের আবিদুল ইসলাম ও হামিম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের ও আবু বক্কর মজুমদার, বাম ছাত্র জোটের তাসনিম আফরোজ ইমি ও মেঘমল্লার বসু, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা এবং স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। পাশাপাশি, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে।

ডাকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি নির্বাচিত পরিষদ। এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার মান উন্নয়নে এবং আবাসিক হলসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করে। সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্কসহ বিভিন্ন কর্মকাণ্ডেরও আয়োজন করে থাকে এই পরিষদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে ডাকসুর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে