ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

বাজার পতনের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

২০২৫ আগস্ট ২০ ১৭:৪৮:৪২
বাজার পতনের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় দিনের মতো বুধবার (২০ আগস্ট) পতনের মধ্যেই লেনদেন শেষ করেছে শেয়ারবাজার। দিনের শুরুতে সূচকে ইতিবাচক প্রবণতা থাকলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, সূচক পতনে নেতৃত্ব দিয়েছে ১০টি কোম্পানি। এগুলো হলো— বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক, কহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, সোস্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। শুধু এই ১০ কোম্পানি মিলেই সূচক থেকে কমিয়েছে প্রায় ২৩ পয়েন্ট।

এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি একাই সূচক থেকে কমিয়েছে ৭ পয়েন্টের বেশি। এদিন এর শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ৪.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির ২৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক, যা সূচক থেকে কমিয়েছে প্রায় ৩ পয়েন্ট। এদিন ব্যাংকটির শেয়ার দর কমে দাঁড়ায় ৪৪ টাকা ৪০ পয়সায়। দিনশেষে এর লেনদেন হয়েছে ২ কোটি ১৮ লাখ টাকার বেশি।

তৃতীয় সর্বোচ্চ প্রভাব ছিল সিটি ব্যাংকের। এটি সূচক থেকে কমিয়েছে ২ পয়েন্টের বেশি। এদিন ব্যাংকটির শেয়ার দর নেমে আসে ২৩ টাকা ৬০ পয়সায়। এর লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি টাকার বেশি।

এছাড়া পূবালী ব্যাংকও সূচক থেকে কমিয়েছে ২ পয়েন্টের বেশি। কোম্পানিটির শেয়ার দর কমে দাঁড়ায় ২৮ টাকা ৮০ পয়সায়। দিনশেষে এর লেনদেন হয় প্রায় ২ কোটি টাকার।

অন্যদিকে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক, কহিনুর কেমিক্যাল প্রত্যেকে প্রায় ২ পয়েন্ট করে সূচক কমিয়েছে। লাফার্জহোলসিম, সোস্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক কমিয়েছে ১ পয়েন্টের মতো।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে