ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

হঠাৎ এক খবরে ফিরে এলেন জিয়াং

২০২৫ আগস্ট ১৪ ১৮:০৭:০৯
হঠাৎ এক খবরে ফিরে এলেন জিয়াং

নিজস্ব প্রতিবেদক: চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী জিয়াং চেননান হঠাৎ এক বিরল হৃদ্‌যন্ত্রের রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। তবে অবিশ্বাস্যভাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবর পেয়ে তিনি ফিরে আসেন চেতনায়।

গত জুনে চীনের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘গাওকাও’ দেন জিয়াং। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার। কিন্তু পরীক্ষা শেষের কিছুদিন পরেই তিনি জ্বরে আক্রান্ত হন এবং পরে ধরা পড়ে ‘ফুলমিন্যান্ট মায়োকার্ডাইটিস’ নামক এক বিরল ও প্রাণঘাতী রোগ। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় বড় একটি হাসপাতালে, যেখানে তিনি কোমায় চলে যান।

এমন সংকটময় মুহূর্তে পরিবারের হাতে আসে একটি আশার বার্তা—জিয়াং তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। বাবার হাতে পৌঁছানো সেই চিঠি নিয়ে তিনি যান মেয়ের কাছে আইসিইউতে। কোমায় থাকা মেয়ের কানে কানে বলেন, “তুমি ভর্তি হয়েছো!”

অবিশ্বাস্যভাবে মেয়েটির চোখের পাতা নড়ে ওঠে। পরদিন সকালে ঘটে আরও বিস্ময়কর ঘটনা—জিয়াং চেতনায় ফিরে আসেন। কথা বলতে কষ্ট হলেও তিনি ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং দুই হাত তুলে ‘ওকে’ সাইন দিয়ে জানান দেন, তিনি ভালো আছেন।

চিকিৎসকদের মতে, এখন তার হৃদ্‌যন্ত্রের কার্যক্রম স্বাভাবিক এবং অবস্থা স্থিতিশীল। কিভাবে এত দ্রুত জ্ঞান ফিরে পেলেন, তা জানা না গেলেও এটি এক অলৌকিক ঘটনা বলেই মনে করছেন সবাই।

জিয়াংয়ের বাবা জানিয়েছেন, অর্থনৈতিক কষ্ট থাকলেও মেয়ের স্বপ্ন পূরণে তিনি পিছু হটবেন না। আগামী সেপ্টেম্বরেই জিয়াং বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করবেন।

এই হৃদয়ছোঁয়া গল্পটি ইতিমধ্যে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আর হাজারো মানুষ জিয়াংয়ের সুস্থতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে