ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

কাঁপছে নয়াদিল্লি, মোদির সামনে সময় মাত্র ১৯ দিন

২০২৫ আগস্ট ১০ ১১:৪১:২১
কাঁপছে নয়াদিল্লি, মোদির সামনে সময় মাত্র ১৯ দিন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির প্রতিক্রিয়ায় ২৫ শতাংশ আলাদাভাবে শুল্ক আরোপ করা হয়েছে। এই নতুন শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে, যার আগে ভারতের হাতে পরিস্থিতি মোকাবেলার সময় মাত্র ১৯ দিন।

ভারত এই সিদ্ধান্তকে ‘অন্যায় ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেছে, এই শুল্ক ভারতের প্রায় ৮৭ বিলিয়ন ডলারের বার্ষিক রপ্তানিকে বিপদের মুখে ফেলবে। কারণ আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যেখানে ভারতের মোট রপ্তানির ১৮ শতাংশ যায় এবং দেশের জিডিপির ২.২ শতাংশ আসে এই বাজার থেকে।

বিশ্লেষকদের মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টেক্সটাইল, জুয়েলারি ও শ্রমনিবিড় খাতগুলো।তামিলনাড়ুর তিরুপুরে তৈরি পোশাক শিল্প, গুজরাটের সুরাটের গয়না খাত — এসব অঞ্চলে হাজার হাজার শ্রমিক চাকরি হারাতে পারেন।ভারতীয় রপ্তানিকারকরা বলেছেন, বড়জোর ১০–১৫ শতাংশ পর্যন্ত শুল্ক তারা সামাল দিতে পারেন, কিন্তু ৫০ শতাংশ শুল্ক কার্যত ব্যবসা বন্ধ করে দেবে।

কী করতে পারে ভারত?

১. রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতা

এ মাসের শেষেই যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, সেখানে ভারতকে কৌশলী কূটনীতি দেখাতে হবে।

২. চীন-রাশিয়ার দিকে ঝোঁক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন SCO শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন সফর করবেন।বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া-ভারত-চীন ত্রিপাক্ষিক অক্ষ গঠনের সম্ভাবনা থাকায়, এটি ভারতীয় কৌশলের একটি অংশ হতে পারে।

৩. বিকল্প বাজার খোঁজা

ভারতকে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকান দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে হতে পারে, যাতে মার্কিন বাজারে নির্ভরতা কমানো যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর উর্জিত প্যাটেল মনে করছেন, এটি ভারতের জন্য সবচেয়ে আশঙ্কার পরিস্থিতি, যার ভয় এতদিন ধরে ছিল।তবে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, তিনি কৃষি ও ডেইরি খাতসহ জাতীয় স্বার্থে কোনো আপস করবেন না।

আগামী আলোচনায় আমেরিকার প্রবেশাধিকার সংক্রান্ত দাবির মুখে ভারত কোন অবস্থান নেয়, সেটিই এখন গোটা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে