ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

ফোনালাপ ও নারী বিতর্কে মুখ খুললেন সারোয়ার তুষার

২০২৫ আগস্ট ১১ ১৬:০৬:৪৩
ফোনালাপ ও নারী বিতর্কে মুখ খুললেন সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিতর্ককে উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। নাগরিক টেলিভিশনের ‘সংবাদ বিশ্লেষণ’ অনুষ্ঠানে এসে তিনি এই দাবি করেন।

সম্প্রতি এনসিপির সমর্থক হিসেবে পরিচিত নীলা ইস্রাফিলের সঙ্গে সারোয়ার তুষারের একটি ফোনালাপ ফাঁস হওয়াকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সারোয়ার তুষার বলেন, "তিনি (নীলা ইস্রাফিল) এটা একা করছেন না। তার সাথে আরও অনেকে তাকে মবিলাইজ করাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন।" তার দাবি, এই ঘটনাটি তাকে রাজনীতি থেকে মাইনাস করার একটি অপচেষ্টা।

তুষার স্পষ্ট করেন যে, নীলা ইস্রাফিল এনসিপির কোনো পদধারী নেতা ছিলেন না, যদিও কিছু গণমাধ্যম তাকে ‘এনসিপি নেত্রী’ হিসেবে প্রচার করছে। তিনি জানান, নীলা দলে একটি পদের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু তাকে কোনো পদ দেওয়া হয়নি।

ফোনালাপ ফাঁসের বিষয়ে তিনি বলেন, "একটা প্রাইভেট কনভারসেশনকে, যেটা তিনি রেকর্ড করছেন, সেটা তিনি আমাকে বুঝতে দেননি। আপনি জানেন যে, কোনো ব্যক্তির অগোচরে এই ধরনের ফোন রেকর্ড করা এবং সেটা আবার অন্য কাউকে দিয়ে প্রকাশে আনা পাবলিক করা, এগুলো বাংলাদেশের আইনে আইনত দণ্ডনীয়।"

তুষারের মতে, তার রাজনৈতিক বক্তব্যকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে না পেরে একটি মহল ব্যক্তিগত চরিত্র হননের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, "আমার পাঁচ তারিখের পর থেকে খুব সুনির্দিষ্ট একটা রাজনীতি আছে। সেই রাজনীতির সাপেক্ষে আমি কোনো রাজনৈতিক পক্ষ বা কোনো রাজনীতিকে আমি সমালোচনা করি এবং কোনো রাজনীতিকে আমি আপহোল্ড করি। এটাতেই স্বাভাবিকভাবে কেউ কেউ হস্টাইল ফিল করেছে এবং সেখান থেকে তারা এই ঘটনাটাকে তাকে দিয়ে আমাকে...যেকোনোভাবে আমাকে ভিলিফাই করা, আমাকে চরিত্রহনন করা এবং যেন আমি রাজনীতিতে না থাকতে পারি।"

দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। তুষার বলেন, আগামী নির্বাচনে তার দল অবশ্যই অংশগ্রহণ করবে এবং নির্বাচনের পরেই তাদের মূলধারার রাজনীতি আরও শক্তিশালীভাবে শুরু হবে। তিনি মনে করেন, জুলাই পদযাত্রায় মানুষের যে সাড়া তারা পেয়েছেন, তাতে তার দল নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা শঙ্কিত। এজন্যই নতুন দলটি নিয়ে এখনই বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলে তিনি মনে করেন।

দুলামিয়া/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে