ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল 

২০২৫ জুলাই ২৯ ১৬:০১:০৪
খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মডেল মেঘনা আলমের জব্দকৃত ডিভাইস—ম্যাকবুক, ল্যাপটপ ও মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান রয়েছে কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে এসব ডিভাইসের প্রকৃত মালিকানা যাচাই করে আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। এদিন সকালে বেলা ১১টা ৯ মিনিটে মেঘনা আলমকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে তাকে হাতে জায়নামাজ নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেখা যায়, যা courtroom এ উপস্থিত সবার নজর কাড়ে।

মেঘনার পক্ষে আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন আদালতে আবেদন করেন জব্দকৃত ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ আবেদনকে চ্যালেঞ্জ করে বলেন, “এটি একটি চাঞ্চল্যকর মামলা, তদন্তের স্বার্থে জব্দকৃত আলামত হস্তান্তর করা যাবে না।”

এর আগে গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য মেঘনাকে আটক করা হয়। তবে পরে আদালত সেই আটকাদেশ বাতিল করেন। ১৭ এপ্রিল ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং ২৮ এপ্রিল জামিন মঞ্জুর হয়। তিনি ২৯ এপ্রিল কারামুক্ত হন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাত আরও ২-৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিচালনা করেন। অভিযোগ অনুযায়ী, তারা সুন্দরী তরুণীদের ব্যবহার করে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য দেশীয় ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলেন। এরপর তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে গোপন ভিডিও বা তথ্যের ভয় দেখিয়ে অর্থ আদায় করেন।

দেওয়ান সমির ‘কাওয়াই গ্রুপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং ‘সানজানা ইন্টারন্যাশনাল’ নামের ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক বলেও মামলায় উল্লেখ রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে