ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

সাড়ে ৬ মাসে কুরআনের হাফেজ ৯ বছরের শিশু

২০২৫ জুলাই ২৯ ১৯:৩৯:৫৫
সাড়ে ৬ মাসে কুরআনের হাফেজ ৯ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে মাত্র ৬ মাস ১৫ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ আবদুর রহমান। মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদ্রাসা থেকে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে।

শিশুটি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো. শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। তার মা জানান, প্রথম শ্রেণি পর্যন্ত পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর হাফেজ বানানোর স্বপ্নে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান।

“আল্লাহর কৃপায় ছেলে আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা সবাই খুব খুশি,” বলেন ফারজানা বেগম।

মাদ্রাসার পরিচালক মুফতি আবদুল কুদ্দুস আশরাফী জানান, ৭ বছর বয়সে ভর্তি হওয়া আবদুর রহমান শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। নাজেরা বিভাগ শেষ করে ২০২৫ সালের জানুয়ারিতে হিফজ শুরু করে, আর এর মধ্যেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করে ফেলে।

শিশুটি নিজেও বলেছে:“মা-বাবা ও ওস্তাদদের দোয়ায় হাফেজ হতে পেরেছি। দোয়া চাই, আমি যেন একজন হক্কানি আলেম হয়ে ইসলামের খেদমত করতে পারি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে