ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

জামায়াতের ‘বিশেষ ট্রেন’ সুবিধা নিয়ে রেলওয়ের ব্যাখ্যা

২০২৫ জুলাই ১৮ ২০:২৪:১২
জামায়াতের ‘বিশেষ ট্রেন’ সুবিধা নিয়ে রেলওয়ের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ উপলক্ষে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়ায় শুক্রবার এক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর আবেদনের ভিত্তিতে ভাড়াসাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনা রেলওয়ের নিয়মিত বাণিজ্যিক কার্যক্রমের অংশ। এটি নতুন কোনো বিষয় নয়।

অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন চালানো হয়েছে।নির্দিষ্ট ভাড়ায় বিশেষ ট্রেন বরাদ্দ দিলে, রেলওয়ে রাজস্ব আয় নিশ্চিত করতে পারে এবং টিকিটবিহীন ভ্রমণ কমে।

এ ধরনের সিদ্ধান্ত রেলওয়ের "বাণিজ্যিক স্বার্থ" বিবেচনায় নেয়া হয়, এতে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই।

রেল কর্তৃপক্ষ আরও জানায়, জামায়াত প্রায় ৩২ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যা রেলের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক। ওই চার জোড়া ট্রেন পরিচালনায় সাপ্তাহিক ছুটির রেক ব্যবহার করা হবে, তাই নিয়মিত যাত্রা বিঘ্নিত হবে না।

শেষে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতেও যেকোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত নেয়া হবে। বিভ্রান্তি বা অপপ্রচারের কোনো ভিত্তি নেই।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে