ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

ডেভিল রানির নাম নিয়েই মুখ খুললেন সোহেল তাজ

২০২৫ জুলাই ১৭ ১৮:০১:৩৭
ডেভিল রানির নাম নিয়েই মুখ খুললেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমেদ ও সোহেল তাজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন এবং সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন। এ সময় শারমিন আহমেদ তার লেখা ‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

এদিকে, একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা প্রসঙ্গে সোহেল তাজ বলেন,“আমি মনে করি ১৬ জুলাই গোপালগঞ্জে যেটা ঘটেছে, সেটি ছিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরিকল্পিত হত্যাচেষ্টা। আমি অবাক হব না যদি এই হামলার নির্দেশ স্বয়ং ‘ডেভিল রানি’ দিয়ে থাকেন।”

তিনি আরও লেখেন,“হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এরপর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় দেশব্যাপী অভিযান চালানোর নির্দেশ দিচ্ছে।”

সোহেল তাজের এই বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে