ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের নাগালের বাইরে চার শেয়ার

২০২৫ জুলাই ১৭ ১৫:৫৫:২০
বিনিয়োগকারীদের নাগালের বাইরে চার শেয়ার

নিজস্ব প্রতিবেদক: টানা নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। চলতি বছরের জুন মাসের মাঝামাঝি থেকে সূচক, লেনদেন এবং বিনিয়োগকারীদের আগ্রহ—সবই বাড়তির দিকে। এই ধারাবাহিক উন্নয়ন বাজারে আস্থা ফিরিয়ে আনছে। পাশাপাশি প্রতিদিনই বিনিয়োগকারীদের নজর কাড়ছে নতুন নতুন কোম্পানির শেয়ার।

আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল চারটি কোম্পানি—রহিমা ফুড, খুলনা পাওয়ার, বিবিএস কেবলস এবং জিএসপি ফাইন্যান্স। এসব শেয়ারে চাহিদা এতটাই তীব্র ছিল যে, সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে শেয়ারগুলো হল্টেড (স্থগিত) হয়ে যায়। ফলে অনেক বিনিয়োগকারী শেয়ার কিনতে চাইলেও তা আর সম্ভব হয়নি।

আজ রহিমা ফুডের শেয়ারদর বেড়েছে ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ, যা সার্কিট ব্রেকারের সীমায় পৌঁছে গেছে। খুলনা পাওয়ারের শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৯.৮০ শতাংশ। বিবিএস কেবলসের দাম বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের দাম বেড়েছে ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ।

বিশ্লেষকরা মনে করছেন, বাজারে মন্দার সময় তুলনামূলকভাবে কমদামে থাকা এই কোম্পানিগুলোর শেয়ার এখন নতুন করে মূল্যায়িত হচ্ছে। পাশাপাশি মৌলভিত্তিগত শক্তি, রিটেইল আগ্রহ ও স্বল্পমেয়াদি ট্রেডিং চাহিদার কারণে এই ধরনের উত্থান হচ্ছে। তবে তারা সতর্ক করে বলেন, কেবল গুজব কিংবা অতিমাত্রায় চাহিদার ভিত্তিতে বিনিয়োগ না করে মৌলভিত্তি যাচাই করে তবেই নতুন শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে