ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

ভারতের মুখের উপর দরজা বন্ধ করল চীন

২০২৫ জুলাই ১৪ ১০:১২:০৬
ভারতের মুখের উপর দরজা বন্ধ করল চীন

নিজস্ব প্রতিবেদক: দালাইলামার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যের প্রেক্ষিতে চীন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

সম্প্রতি তিব্বতের নির্বাসিত ধর্মগুরু ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে একটি অনুষ্ঠানে বলেন, “পরবর্তী দালাইলামা কে হবেন, তা নির্ধারণ করবেন কেবল তিব্বতী বৌদ্ধরাই—চীনের এতে কোনো ভূমিকা নেই।”

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তিব্বত সংক্রান্ত বিষয় সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ ব্যাপার—এতে অন্য কোনো দেশের মন্তব্য গ্রহণযোগ্য নয়।

দূতাবাসের মুখপাত্র ইউ ঝিং বলেন, “ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান ও কৌশলগত মহল থেকে দালাইলামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে, তা সম্পূর্ণ অনভিপ্রেত।” তিনি ভারতের পররাষ্ট্র নীতিনির্ধারকদের আরও ‘সংবেদনশীল’ হতে বলেন এবং হুঁশিয়ারি দেন যে, চীন তিব্বত বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না।

বর্তমানে প্রায় ৭০ হাজার তিব্বতী শরণার্থী ভারতের ধর্মশালায় বসবাস করছেন, যেখানে তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হয়। অনেক বিশ্লেষকের মতে, দালাইলামার উপস্থিতি ভারতের জন্য চীনের বিরুদ্ধে একটি কৌশলগত সুবিধা হিসেবে কাজ করে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ধর্ম বা বিশ্বাস সংক্রান্ত বিষয়ে কোনো অবস্থান নেয় না।

এই প্রেক্ষাপটে আগামীকাল, ১৫ জুলাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর চীন সফরে যাচ্ছেন। তিনি টিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে